গুয়াহাটি, ৪ নভেম্বরঃতিনসুকিয়ায় বাঙালি হত্যার প্রতিবাদকে আরও জোরদার করতে অসম পৌঁছল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল৷ রবিবার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে দলের তিন সাংসদ ও এক বিধায়ক ডিব্রুগড় বিমানবন্দরে পৌঁছান৷ সেখান থেকে তাঁরা সড়কপথে চলে যান তিনসুকিয়ার ধলা এলাকায়৷ তাঁরা কথা বলেন মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে, তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য। প্রতিনিধিদলের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। প্রতিনিধি দলের সদস্যরা তাঁদের জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় ওই হতভাগ্য পরিবারগুলির পাশে থাকবেন। তিনদিন আগে এখান থেকেই পাঁচ বাঙালি যুবককে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয়৷ এর জন্য বিজেপিকেই দায়ী করেছে তৃণমূল। ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে এই প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন বনগাঁর সাংসদ মমতাবালা ঠাকুর, রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র৷
এর আগে অগাস্টের গোড়ায় এনআরসি-র চূড়ান্ত খসড়া তালিকায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়ার পর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল অসমে গিয়েছিল। কিন্তু তাঁদের শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হয়। এদিন অবশ্য অসম সরকারের তরফ থেকে সবরকম সহায়তা করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CZVo8c
November 04, 2018 at 10:47AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন