ঢাকা, ২৮ নভেম্বর- সিরিজের প্রথম টেস্টে জয় পাওয়াতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের স্বপ্ন প্রখর হয়েছে বাংলাদেশের। কিন্তু হুট করে জোড়া দুঃসংবাদে সে স্বপ্নে কিছুটা ভাটা পড়েছে। বুধবার (২৯ নভেম্বর) জানা যায়, ইমরুল কায়েসের ইনজুরির পর আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। তবে দলের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক মনে করেন, ভাঙা আঙুল নিয়েই খেলবেন তার সতীর্থ। বুধবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুমিনুল জানান, আলহামদুলিল্লাহ! আমার মনে হয় সে ভালো আছে। আমি যতটুকু জানি আঙুলে চোট পেলেও সে খেলবে। সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে মুশফিক খেলেছিলেন পাঁজরের ব্যথা নিয়ে। খেতে হয়েছে ব্যথানাশক ওষুধ। খেলার প্রতি মুশফিকের একাগ্রতা দেখেই হয়তো সতীর্থ মুমিনুলের এমন দৃঢ় বিশ্বাস। দ্বিতীয় টেস্টে দলের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। প্রসঙ্গত, যদিও শেষ পর্যন্ত মুশফিক ইস্যুতে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পক্ষ থেকে জানানো হয়, মুশফিকের আঙুলে চিড় ধরা পড়েনি এবং চোট ততটা গুরুতর নয়। তাই তাকে একদিনের বিশ্রাম দেয়া হয়েছে। এমএ/ ০৭:০০/ ২৮ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SfDin6
November 29, 2018 at 01:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন