মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে মত দিল সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ২৯ নভেম্বরঃ মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে মত দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ ২-১ সংখ্যাগরিষ্ঠতায় এই প্রস্তাবকে সমর্থন করে।

শীর্ষ আদালতের তিন বিচারপতি কুরিয়েন জোসেফ, দীপক গুপ্তা ও হেমন্ত গুপ্তার ডিভিশন বেঞ্চে মৃত্যুদণ্ডের পক্ষে প্রস্তাব গৃহীত হয়। মৃত্যুদণ্ডের পক্ষে বিচারপতি দীপক গুপ্তা ও হেমন্ত গুপ্তা মত দেন। কিন্তু বেঞ্চের প্রবীণতম সদস্য কুরিয়েন জোসেফ বিপক্ষে মত দিয়ে দেশের ২৬২ তম আইন কমিশনের রিপোর্ট উল্লেখ করে বলেন, ‘মৃত্যুদণ্ড সমাজে অপরাধ কমাতে ব্যর্থ হয়েছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TWAdK9

November 29, 2018 at 04:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top