কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন এনএসজি-র ৮০ কমান্ডো!

শ্রীনগর, ২৮ নভেম্বরঃ ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ৮০ জন কমান্ডো গত ৬ মাসের বেশি সময় ধরে জম্মু-কাশ্মীরে পোস্টেড রয়েছেন। শুধুমাত্র সেনাকে প্রশিক্ষণ দেওয়া ছাড়া এখনও পর্যন্ত কোনো রকম সন্ত্রাস বিরোধী অপারেশনে তাঁদের কাজে লাগানো হয়নি।

সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কথাতেই মে মাসে কাশ্মীরের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এনএসজি কমান্ডোদের সেথানে পাঠানো হয়। নভেম্বর মাসের শুরু দিকে কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক এবং রাজ্যের পুলিশ প্রধান দিলবাগ সিং-এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এনএসজি-র ডিরেক্টর জেনারেল সুদীপ লাখতাকিয়া। সেখানেই সংবাদমাধ্যমকে তিনি জানান রাজ্য ঠিক করবে কখন কোন ফোর্স তারা ব্যবহার করবে। তিনি আরও জানান ওই ৮০ জন কমান্ডোকে রাজ্যের অনুরোধেই শ্রীনগরে পাঠানো হয়েছিল। কোনো সন্ত্রাসবাদী হামলার সময়ে ‘রেসপন্স টাইম’ কমাতেই এই পদক্ষেপ করা হয়েছিল।

বর্তমানে জম্মু-কাশ্মীরে ৬ রকমের ফোর্স রয়েছে। শুধু এনএসজি ছাড়া বাকি সবার কর্মক্ষেত্র এবং দায়িত্ব সুনির্দিষ্ট করা আছে। এনএসজি-র এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন গত ৬ মাস ধরে তাঁরা হামহামা ক্যাম্পাসে ক্যাম্পিং করে রয়েছেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PWMrnQ

November 28, 2018 at 01:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top