একের পর এক বিতর্কের মুখে পড়ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কয়দিন আগে এক ভক্তকে দেশ ছাড়তে বলে তীব্র সমালোচনার মুখে পড়েন কোহলি। এ কারণে বোর্ডের কাছে কথাও শুনেছেন কোহলি। এবার আরো একবার বিতর্কের মুখে পড়েছেন কোহলি। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচে ট্রাউজারের বদলে শর্টস (হাফপ্যান্ট) পরেই টস করতে মাঠে নেমে যান কোহলি। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যার জেরে তুমুল সমালোচনার মুখে ভারতীয় এই অধিনায়ক। হোক না প্রস্তুতি ম্যাচ, কেন শর্টস পরেই টস করতে এলেন কোহলি তা এখনো পরিষ্কার নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কোহলির এমন পোশাক নির্বাচন নিয়ে চলছে সমালোচনার ঝড়। কারো কারো মতে, কোহলিকে অনুসরণ করেন লাখো ক্রিকেট ভক্ত। সেখানে টসের সময় তার এমন পোশাক প্রশ্নবিদ্ধ। আবার কেউ মনে করছেন, অস্ট্রেলিয়ায় নিজের অহংবোধ প্রকাশ করলেন কোহলি। আবার অনেকে মনে করছেন, প্রস্তুতি ম্যাচকে পাত্তা দিচ্ছেন না বলেই পোশাকে এমন উদাসীনতা কোহলির। এক জন তো লিখেছেন মান পড়ছে ক্রিকেটের। আগে ব্লেজার পড়ে অধিনায়করা টস করতে আসতেন। আর এখন সেখানে শর্টসই নতুন ট্রেন্ড। সমালোচনার একাংশ। অনেকেই আবার বিষয়টিকে হালকাভাবেই নিচ্ছেন। একজন লিখেছেন, সময়ের অভাবেই ট্রাউজারের বদলে শর্টস পরেই টস করতে নেমে যান কোহলি। আবার আরেকজন লিখেছেন, কোহলি ভুলেই গিয়েছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে খেলা, তিনি ঘরের মাঠ মনে করেই শর্টস পরেই চলে গিয়েছিলেন! চার দিনের এই প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যায়। এমএ/ ০৪:০০/ ৩০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q1mNhM
November 30, 2018 at 10:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top