নয়াদিল্লি, ৯ নভেম্বরঃ আরবিআই-কেন্দ্রের সংঘাত নিয়ে মুখ খুলল কেন্দ্র। রিজার্ভ ব্যাংককে সরকারি কোষাগারে অর্থ দিতে চাপ দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা। দেশের শীর্ষ ব্যাংকের কাছে কোনও অর্থ চায়নি কেন্দ্র। টুইট করে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থ সচিব সুভাষচন্দ্র গর্গ। তাঁর দাবি ভুল তথ্যই প্রচার করা হচ্ছে সংবাদমাধ্যমে। তাঁর দাবি, ৩.৬ কোটি টাকা মূলধন চায়নি কেন্দ্র, শীর্ষ ব্যাংকের সঠিক আর্থিক মূলধন পরিকাঠামো নির্ণয়ে আলোচনায় অংশগ্রহণ করছে কেন্দ্র।
নিজের টুইটার হ্যান্ডেলে সুভাষচন্দ্র গর্গ পোস্ট করেন, ‘সংবাদমাধ্যমে নানান ভুয়ো তথ্য আদানপ্রদান ও জল্পনা শুরু হয়েছে। সরকারের অর্থনৈতিক অঙ্ক সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কষা হয়েছে। জল্পনা অনুযায়ী, রিজার্ভ ব্যাংককে ৩.৬ লক্ষ কোটি অথবা ১ লক্ষ কোটি টাকা আদৌ চাওয়া হয়নি।’ গর্গের আরও দাবি, সঠিক ‘আর্থিক মূলধন পরিকাঠামো ঠিক করার লক্ষ্যে রিজার্ভ ব্যাংকের সঙ্গে কথা চলেছে।’
তিনি জানান, ২০১৩-১৪ আর্থিক বছরে সরকারের আর্থিক ঘাটতি ৫.১ শতাংশ ছিল। ২০১৪-১৫ সাল থেকে ঘাটতি হ্রাসের প্রয়াসে সফল প্রশাসন। গর্গের কথায়, ‘২০১৮-১৯ আর্থিক বছরের শেষে আমরা ঘাটতির পরিমাণ ৩.৩ শতাংশে নামিয়ে আনতে পারব। আসলে, চলতি অর্থবর্ষে ঋণ খাতে বরাদ্দ ৭০,০০০ কোটি টাকার সীমা পেরিয়ে গিয়েছে সরকার।’
Lot of misinformed speculation is going around in media. Government’s fiscal math is completely on track. There is no proposal to ask RBI to transfer 3.6 or 1 lakh crore, as speculated. (continued…).
— Subhash Chandra Garg (@SecretaryDEA) November 9, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RIfHLB
November 09, 2018 at 05:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন