ভোটারদের হাতে চপ্পল তুলে দিয়ে অভিনব কায়দায় প্রচার প্রার্থীর

হায়দরাবাদ, ২৩ নভেম্বরঃ দেশজুড়ে আসন্ন নির্বাচনের প্রচার চলছে জোরকদমে। আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। কোমর বেঁধে প্রচার চালাচ্ছেন নানা দলের হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাঁদের মাঝেও প্রচারের অভিনব কৌশলের জন্য নজর কাড়লেন নির্দল প্রার্থী আকুলা হনুমন্থ।

তেলেঙ্গানার জগতিয়াল জেলার কোরুটলা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী আকুলা হনুমন্ত। হাতে চপ্পল নিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। তাঁকে ভোটে জেতালে উন্নয়ন হবেই বলে দাবি করে ভোটারদের হাতে চপ্পল তুলে দিয়ে তিনি বলছেন, ‘জেতার পর আমি কাজ না করলে এই চপ্পল দিয়ে আমাকে মারবেন।’ তাঁর এহেন ভোটপ্রচারের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অন্যান্য রাজনীতিকদেরও হনুমন্তের এই অভিনব পন্থা অনুসরণ করা উচিত বলে মত প্রকাশ করছেন নেটিজেনদের একাংশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DTXV4Z

November 23, 2018 at 07:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top