মুম্বই, ১৯ নভেম্বরঃ গাড়ি চালানোর সময় ফোনে কথা বললেই তিন মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে চালকের লাইসেন্স। এমনই নির্দেশ জারি করল মহারাষ্ট্র সরকার। ট্রাফিক দপ্তরের প্রতিটি শাখায় এই নির্দেশ পাঠিয়ে তা কড়াভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি প্রস্তাব অনুযায়ী, ট্রাফিকের ছয় ধরনের নিয়মভঙ্গের ক্ষেত্রে ন্যুনতম তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হবে। গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলা, সিগন্যাল ভাঙা, দ্রুত গতিতে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বাণিজ্যিক গাড়িতে অতিরিক্ত যাত্রী তোলা এবং বাণিজ্যিক গাড়িতে যাত্রী তোলা এই ছ’ধরনের নিয়ম ভাঙার কথা উল্লেখ রয়েছে। পুনে-মুম্বই এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যেই এই নিয়ম জারি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই অন্য হাইওয়েতেও এই নিয়ম চালু হয়ে যাবে বলে জানিয়েছেন ট্রাফিকের এসপি বিজয় পাটিল। তিনি জানান, শুধু জরিমানা করলে এইসব নিয়মভঙ্গকারী অপরাধীদের শিক্ষা দেওয়া যায় না, তাই তিনমাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করা সবথেকে ভাল উপায়।
গত বছর ৩৫,৮০০টি পথ দুর্ঘটনা হয়েছে মহারাষ্ট্রে। প্রাণ হারিয়েছেন ১২,২০০ জন। সুপ্রিমকোর্ট নিযুক্ত একটি আদালত সব রাজ্যকে পথ দুর্ঘটনা কমাতে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QeBFsF
November 19, 2018 at 06:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন