লন্ডন, ১৭ নভেম্বরঃ ছ’বছর প্রেম করার পর সবেমাত্র ইতালিতে রাজকীয়ভাবে বিয়ে সারলেন দীপিকা পাডুকোন। ইতালির লেক কোমোতে দীপবীরের দুই রীতিতে বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। দেশে ফিরবেন আগামীকাল। এরপর একের পর এক রিসেপশন পার্টি। ব্যস্ত সিডিউল।
এরই মধ্যে দীপিকার জন্য আরও একটি সুখবর। আগামী বছরই দীপিকার মোমের মূর্তি উদ্বোধন করতে চলেছে মাদাম তুসোর মিউজিয়াম। চলতি বছরের জুলাই মাসেই যদিও এই মূর্তি তৈরির ঘোষণা করা হয়েছিল। তবে সেটি কবে উদ্বোধন হবে তা জানানো হয়নি এতদিন। এ দিন মিউজিয়াম কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। অনেকেই মনে করছেন জনপ্রিয় মিউজিয়ামে দীপিকার মূর্তি তৈরির ঘোষণা দীপিকাকে তাঁদের তরফে দেওয়া সম্মান ও উপহার। মূর্তিটি প্রথম উদ্বোধন হবে লন্ডনে।
Congrats @deepikapadukone ! We couldn't be more excited for you and can't wait for your figure reveal next year! #DeepikaWedsRanveer https://t.co/VP4ggvpQcR
— Madame Tussauds (@MadameTussauds) November 16, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zcetRJ
November 17, 2018 at 05:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন