ডিভাইডারে ধাক্কা স্কুলবাসের, আহত ১৬ পড়ুয়া

নয়ডা, ১৭ নভেম্বরঃ‌ দিল্লির কাছে নয়ডায় দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুলবাস। এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৬ জন পড়ুয়া। স্কুলবাসের ড্রাইভার ও কন্ডাক্টরের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, বাসটিতে ৩০ এর এর বেশি পড়ুয়া ছিল।
শনিবার সকালে নয়ডার সেক্টর ১৬-র আন্ডারপাসে দুর্ঘটনাটি ঘটেছে। এপিজে স্কুলের বাসটি ১৬-র আন্ডারপাস সংলগ্ন ব্যস্ত রজনীগন্ধা এলাকায় একটি ডিভাইডারে ধাক্কা মারে। ওই এলাকায় প্রচুর মিডিয়া হাউস, বেসরকারি কোম্পানি এবং লোকাল মার্কেট রয়েছে। বাসের সামনের অংশটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই আহত পড়ুয়াদের স্থানীয় কৈলাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্কুলবাসের ড্রাইভার গঙ্গাসরণের শরীরের একাধিক জায়গায় আগাত লেগেছে। তাঁর চিকিৎসা চলছে। কন্ডাক্টরও হাসপাতালে চিকিৎসাধীন। দু’‌জনেরই অবস্থা গুরুতর।
দুর্ঘটনা যেখানে ঘটেছে, সেখান থেকে স্কুলটির দূরত্ব বেশি নয়। পুলিশের প্রাথমিক অনুমান চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DrV828

November 17, 2018 at 01:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top