বুনোস এরেস(আর্জেন্টিনা), ১৫ নভেম্বরঃ দেশের জার্সিতেই ফিরতে চলেছেন ফুটবলের ভগবান। হাতের চোটের জন্য বেশ কিছুদিন নিজেকে ফুটবল থেকে শতমাইল দূরে রেখেছেন LM10। মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্তিনার ফ্রেন্ডলি খেলতে রাজি হননি। বার্সার জার্সি গায়ে ফিরলেও টিমকে জেতাতে পারেননি। তবে লিওনেল মেসি যেখানে, খবর তো হবেই সেখানে।
আর্জেন্টিনার ম্যানেজার জর্জ বুরুচেগা ঘোষণা করলেন, ‘২০১৯ দেশের জার্সিতে ফিরবেন লিওনেল মেসি।’ তাই এই খবর ভাইরাল হতেও সময় লাগেনি। তিনি বলেন ২০১৯-এ কোপা আমেরিকার আগেই জাতীয় দলে ফিরবেন মেসি। তবে স্পষ্ট কোনও তারিখ বলতে পারেননি তিনি।
সম্প্রতি ক্লাব ফুটবলে ফিরেছেন মেসি। রিয়াল বেতিসের বিরুদ্ধে ২ গোল করলেও ৩-৪ ম্যাচ হেরে যায় বার্সেলোনা। জোড়া গোলের মেসিকে অবশ্যই ছন্দেই দেখিয়েছে।
মেসির প্রত্যাবর্তনে প্রাক্তন বিশ্বকাপার মারাদোনা বলেন, দেশের হয়ে মেসি না খেললে আর্জেন্টিনার বিপদ বাড়বে। তাই খুব তাড়াতাড়িই দেশের হয়ে খেলতে দেখা যাবে মেসিকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qPadD6
November 15, 2018 at 08:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন