হাতির হানায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক টাকার সেচ পাইপ

চালসা, ২১ নভেম্বরঃ হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল প্রায় ১০ হাজার নুতুন চা গাছ সহ লক্ষাধিক টাকার সেচ পাইপ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের লাটাগুড়ি বনাঞ্চল সংলগ্ন বড়োদীঘি চা বাগানে।

জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ১০ টা নাগাদ ১০-১৫ টি হাতির একটি দল বাগানের ১৪ নম্বর সেকশনে নুতুন চা বাগানে ঢুকে তান্ডব চালায়। বাগানের সহকারী ম্যানেজার বিশ্বাস বেনডাঙ চুবা বলেন, হাতির তান্ডবে বাগানের বহু ক্ষতি হয়েছে। বিগত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর হাতির দল ঢুকছে বাগানে। হাতির পাশাপাশি চিতাবাঘের উপদ্রবও বেড়েছে। কদিন আগেই বাগানের আর এক সহকারী ম্যানেজার চিতার হানায় গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। বড়োদীঘির বিট অফিসার জয়ন্ত বিশ্বাস জানিয়েছেন, যাবতীয় বিষয় সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rZBbtb

November 21, 2018 at 02:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top