পাক অধিকৃত কাশ্মীর হয়ে চিনের বাস পরিসেবা, আপত্তি ভারতের

নয়াদিল্লি, ১ নভেম্বরঃ পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চিনের বাস পরিসেবা চালু নিয়ে আপত্তি জানাল ভারত।  পাকিস্তানের লাহোর থেকে চিনের কশগর পর্যন্ত চলবে বিলাসবহুল বাস৷  ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চিনের বাস চালানোর প্রবল বিরোধিতা করছে ভারত৷ এই বাস পরিষেবা প্রস্তাবিত চিন-পাকিস্তান ইকোনমিক করিডরের অন্তর্ভুক্ত৷ ভারত শুরু থেকেই এই করিডরের বিরোধিতা করে আসছে৷ প্রস্তাবিত চিন-পাকিস্তান করিডরটি সেই পাক অধিধৃত কাশ্মীরের মধ্যে দিয়েই যাবে৷ রবীশ কুমার জানিয়েছেন, ১৯৬৩ সালে স্বাক্ষরিত চিন-পাকিস্তান সীমান্ত চুক্তি অবৈধ ও বাতিলের সমান৷ সেই চুক্তিকে ভারত সরকার স্বীকৃতি দেয় না৷ তাই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের এই বাস পরিসেবা ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে৷ আগামী শনিবার থেকে চালু হবে এই বাস পরিসেবা৷ রেডিও পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের লাহোর থেকে আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত চিনের কশগর পর্যন্ত ৩০ ঘণ্টার যাত্রাপথ যেতে পাকিস্তানের মুদ্রায় খরচ পড়বে ১৩ হাজার টাকা৷ ভারতীয় মুদ্রায় যা সাত হাজার টাকার একটু বেশি৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q94m6L

November 01, 2018 at 12:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top