ঢাকা, ১০ নভেম্বর- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। রোববার (১১ নভেম্বর) তার দলীয় মনোনয়নপত্র কেনার কথা। শনিবার (১০ নভেম্বর) দুপুর থেকে হঠাৎ আলোচনায় সাকিব-মাশরাফি। একদশতম জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন মাশরাফি-সাকিব। তবে দুজনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশেষে নির্বাচনের বিষয় নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। সাকিব নিজেই আজ তার নির্বাচন করার আগ্রহের কথা জানিয়ে বলেন, তিনি মাগুরা-১ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন। নড়াইল থেকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজারও আওয়ামী লীগ থেকে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, তিনিও কাল সকালে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। মাশরাফির পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা না হলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সাকিব-মাশরাফি দুজনই কাল মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তাদের দুজনকেই সাক্ষাতের জন্য যেতে বলা হয়েছে। এর আগে চলতি বছরের ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে আভাস দিয়েছিলেন। পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, আগামী বিশ্বকাপের আগে সাকিব ও মাশরাফি রাজনীতিতে সক্রিয় হবেন না। তবে সব কিছু উড়িয়ে বিশ্বকাপের আগেই নির্বাচনে জড়িয়ে গেলেন এই দুই তারকা।] এমএ/ ০৫:৪৪/ ১০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FgGWLQ
November 10, 2018 at 11:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top