চলন্ত ট্রেন থেকে ঝুলছেন ব্যক্তি, আরপিএফ কনস্টেবল বাঁচালেন প্রাণ

চেন্নাই, ১৪ নভেম্বরঃ ট্রেনের চাকার নীচে পড়ার হাত হাত থেকে এক ব্যক্তিকে রক্ষা করলেন আরপিএফ কনস্টেবল। ঘটনাস্থল তামিলনাড়ুর এগমোর স্টেশন। রামেস্বরম থেকে ফৈজাবাদ পর্যন্ত যাওয়া শ্রদ্ধাসেতু এক্সপ্রেস দুপুর ১২.৩০ মিনিটে এগমোর স্টেশনে ঢোকে। দুপুর ১টায় সেখান থেকে ছাড়ে। সবেমাত্র স্টেশন থেকে ট্রেন ছেড়ে গতি নেওয়া শুরু করেছে। সেসময় এক ব্যক্তি ট্রেন ধরতে গিয়ে ট্রেনের হাতল ধরে ঝুলে যায়। তবে পিছলে যায় পা। হাতল ধরে কোনোমতে ঝুলে রইলেন। আর একটু হলেই চলন্ত ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে পড়ে মৃত্যু হত তাঁর। ঘটনাটি দেখে স্টেশনে থাকা কর্তব্যরত এক আরপিএফ কনস্টেবল তাঁকে টেনে স্টেশনের দিকে নামিয়ে নেন। ওই ব্যক্তি ও কনস্টেবলের কোনো চোট লাগেনি। ঘটনাটি সোমবার হলেও আজ এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসে।

ওই আরপিএফ কনস্টেবল সুমন জানান, এই ঘটনার পর ওই ব্যক্তি কিছু সময়ের জন্য বাকরুদ্ধে হয়ে পড়েন। তাঁর কাছে ছোট্ট একটি ব্যাগ ছিল। এর কিছু পর স্টেশন চত্বরের বাইরে চলে যান তিনি। আরেক আরপিএফ অফিসার জানান, কনস্টেবল ওই যাত্রীর কাছে থাকায় তিনি প্রাণে বেঁচেছেন। প্রত্যেক যাত্রীর সাবধানতা অবলম্বন করা উচিত। আরপিএফ কনস্টেবল সুমনের কাজের প্রশংশা করেন সকলে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Djeiak

November 14, 2018 at 12:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top