কলকাতা, ২৭ নভেম্বরঃ রেলের ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাংলার খ্যাতনামা ব্যাডমিন্টন খেলোয়াড় তৃণাঙ্কুর নাগের।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার শিয়ালদহ ডিভিশনের নারকেলডাঙা কারশেডে বিদ্যুতের কাজ করছিলেন তৃণাঙ্কুর। কাছেই ছিল ২৫০০০ ভোল্টের তার। সেটির সংস্পর্শে আসামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বি আর সিং হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ৫ বছর ধরে পূর্ব রেলে কর্মরত ছিলেন তৃণাঙ্কুর। তিনি নাগেরবাজার এলাকার বাসিন্দা ছিলেন। রাজ্যস্তরে এ বছরের চ্যাম্পিয়ন তো বটেই, জাতীয় এমনকী আন্তর্জাতিক স্তরেও সুনামের সঙ্গে খেলেছিলেন তৃণাঙ্কুর। অপ্রত্যাশিত এই দুর্ঘটনায় হতবাক সকলে।
বিভাগ পরিবর্তন নিয়ে রেলের উদাসীনতা নিয়ে সরব হয়েছে তৃণাঙ্কুরের ঘনিষ্ঠ মহল। তবে, রেলের তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DYYoTM
November 27, 2018 at 11:16AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন