লখনউ, ২৪ নভেম্বরঃ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিকে কেন্দ্র করে জমায়েতের ডাক দিল আরএসএস ও শিবসেনা সহ একাধিক সংগঠন।
আরএসএস ও শিবসেনার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অযোধ্যায় জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। জানা গিয়েছে, শনিবার সকালেও অযোধ্যা স্টেশনে নেমেছেন প্রায় ৩০০০০ শিবসেনা সমর্থক। অযোধ্যায় লক্ষ লোকের সমাবেশ হতে পারে বলে অনুমান করছে পুলিশ। জারি করা হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি সামলাতে অযোধ্যায় রয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের এডিজি সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। ১৬০ জন ইন্সপেক্টর, ৭০০ কনস্টেবল, ৪২ কোম্পানি পিএসি, ৫ কোম্পানি র্যাফ সহ এটিএস কমান্ডো সেখানে মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখতে লাগানো হয়েছে ড্রোন ক্যামেরাও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AlNSkW
November 24, 2018 at 10:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন