উপনির্বাচনে লড়তে প্রস্তুত কমল হাসান

চেন্নাই, ৭ নভেম্বরঃ ৬৪ তম জন্মদিনে মাক্কাল নিধি মাইয়াম(এমএনএম) সভাপতি কমল হাসান জানিয়েছেন, তাঁর দল তামিলনাড়ু বিধানসভা উপনির্বাচনে লড়তে প্রস্তুত।

উপনির্বাচনে রাজ্যের ২০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি এমএনএম। ওই ২০টি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই ৮০ শতাংশ কর্মীকে নিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কমল হাসান জানান, তিনি জনসাধারণের প্রতিনিধি। তাঁর দাবি, ‘যদি দুর্নীতি হঠানো যায়, তাহলে রাজ্য সরকারের প্রতিটি দপ্তরের নেওয়া পদক্ষেপ সুফল দেবে।’
শ্রীলঙ্কার অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি কমল। তাঁর যুক্তি, ‘আমাদের দেশেই যখন অসংখ্য সুরাহা না হওয়া সমস্যা রয়েছে, তখন অন্য রাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করা অর্থহীন।’
তিনি চেন্নাইতে বুধবার জানান, ‘উপনির্বাচন কবে হবে তার ঠিক নেই। তবে যখনই তা হোক না কেন, আমরা তৈরি।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DrVnv0

November 07, 2018 at 08:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top