কোচবিহার, ১৬ নভেম্বরঃ বোমা ফেটে জখম পাঁচ শিশু। শুক্রবার দিনহাটা থানার অন্তর্গত গোসানিমারি ১ গ্রাম পঞ্চায়েতের ভিতরকামতা গ্রামের ঘটনা। আহত পাঁচ শিশুর মধ্যে একজনের আঘাত গুরুতর।
পুলিশ জানিয়েছে, এদিন বেলা ১১ টা নাগাদ রিজানুর রহমান, মেহেবুবা পারভিন, ফজিলা খাতুন সহ কয়েকজন শিশু বাড়ির পাশে ফাঁকা জমিতে খেলছিল। পাশেই ছিল ধান খেত। খেলতে খেলতে ধানের জমিতে পরিত্যক্ত একটি বলের মতো বস্তু দেখতে পেয়ে সেটা নিয়ে খেলতে শুরু করে তারা। সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরণ হয়। আহত শিশুদের স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রিজানুর রহমানের আঘাত গুরুতর হওয়ায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপর চার শিশুকে প্রথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, জখম শিশুর চিকিৎসা চলছে। ওই বোমা কোথা থেকে সেখানে গেল, কে বা কারা সেখানে বোমা রেখে গিয়েছে তা তদন্ত করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সংবাদদাতাঃ পার্থ সারথি রায়
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RRwegi
November 16, 2018 at 05:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন