বিশ্বনাথে ইসলামী ছাত্র সংস্থার ২৪তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন

46452169_262542697763512_7193738327202201600_nবিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের ঐতিহ্যবাহী ছাত্র ও জনকল্যাণমুলক সামাজিক সংগঠন বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ২৪তম প্রামমিক-নিম্ন মাধ্যমিক (মাদরাসা ও স্কুল) ৪র্থ ও ৬ষ্ট শ্রেণী বৃত্তি পরীক্ষা ( ১৬ নভেম্বর) আজ শুক্রবার বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা হলে অনুষ্টিত হয়।

সংস্থার ২৪তম বৃত্তি পরিক্ষার হল পরিদর্শন করেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, সংস্থার প্রতিষ্টাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান, প্রতিষ্টাতা সদস্য মাওলানা আবুল বশর মোঃ ফারুক, প্রতিষ্টাতা সদস্য মাওলানা আহমদ আলী হেলালী, প্রতিষ্টাতা সদস্য মাওলানা লুৎফুর রহমান গোয়াহরি, বিশ্বনাথ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গৌছ আলী, কালীজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দীন আহমদ, সংস্থার সাবেক সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন, শাহ আবু সুফিয়ান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মোঃ জামাল উদ্দিন, মোঃ আলতাফুর রহমান, শফিক আহমদ পিয়ার, মাওলানা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম। এসময় সংস্থার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৪র্থ ও ৬ষ্ট শ্রেণীর পাঠ্য বই থেকে আরবী, ধর্ম (মুসলিম/হিন্দু) ইংরেজী, গণিত ও বাংলা পরীক্ষায় উপজেলার ১৩৪টি প্রতিষ্ঠানের ৮৭৬জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। তন্মধ্যে ৪র্থ শ্রেণি -মাদরাসা ৯৯জন, ৬ষ্ট শ্রেণি -মাদরাসা ১১২জন, ৪র্থ শ্রেণি-স্কুল ২৮৪ জন, ৬ষ্ট শ্রেণি -স্কুল ৮৩ জন, ৪র্থ শ্রেণি-কেজি-একাডেমী ১৭০জন ও ৬ষ্ট শ্রেণি-কেজি-একাডেমী ১২৩ জন।

পূর্ব প্রস্থতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দুটি অধিবেশনে ৭০জন কক্ষ পরিদর্শক, ৫ জন বিশেষ পরিদর্শক, ৮জন স্বেচ্ছাসেবক ও স্থানীয় পুলিশ প্রশাসন থেকে প্রতি অধিবেশনে ৫ জন করে সদস্য উপস্থিত ছিলেন । সভায় বৃত্তি পরীক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানমমুহের ছাত্র-ছত্রীদের অংশগ্রহণের ব্যবস্থা করণে ও বৃত্তি পরীক্ষা গ্রহনে সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ জানিয়েছেন সংস্থার সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আজিজুর রহমান, সংস্থার সাধারণ সম্পাদক ও পরীক্ষা সচিব মুহাম্মদ আবুল কাসেম।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2QNvo3Q

November 16, 2018 at 10:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top