বেঁটগুড়ি চা বাগানে ধরা পড়ল চিতা বাঘ

মালবাজার, ৪ নভেম্বরঃ শনিবার ভোর রাতে কুমলাই গ্রাম পঞ্চায়েতের সেনপাড়াতে ধরা পড়ল চিতা বাঘ। বেঁটগুড়ি চা বাগানের ম্যানেজার শঙ্কর সিনহা বলেন, আগে অন্য জায়গায় খাঁচা বসানো ছিল। এরপর বনবিভাগের তত্বাবধানে বদলানো হয় খাঁচার স্থান। বারোশ লাইনে বসানো হয় খাঁচা। দুটি খাঁচা বসানো হয়েছিল। তাদের মধ্যে একটিতে ধরা পড়ে চিতা বাঘ। গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন মালবাজার স্কোয়াডের ভারপ্রাপ্ত আধিকারিক সমীর সিকদার বলেন, ধরা পড়া চিতাবাঘটি পুরুষ। সেটিকে গরুমারা বনাঞ্চলে ছাড়া হয়েছে। এলাকায় নজরদারি রাখা হচ্ছে।

উল্লেখ্য, ডামডিমের বেন্টগুড়ি চা বাগানে চিতাবাঘের প্রবল উপদ্রব। বাগান থেকে এর আগে বহুবার শিশু ও মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ, চিতা বাঘের হামলাতেই তাঁদের প্রাণ গিয়েছে। আবার অনেক সময় উদ্ধার হয়েছে মৃত চিতাবাঘের দেহ। সাম্প্রতিক কালে চিতা বাগের উপদ্রব বাড়লেও খাঁচাবন্দি হচ্ছিল না। যা নিয়ে চিন্তায় ছিল স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বনবিভাগও।

সংবাদদাতাঃ বিদেশ বসু



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EZluL1

November 04, 2018 at 02:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top