তিরুবনন্তপুরম,১ নভেম্বরঃ এক দিনের সিরিজ জয়ের লক্ষ্যে আজ তিরুবনন্তপুরমে উইন্ডিজদের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। সিরিজ জয়ের জন্য ম্যাচ জিততেই হবে ভারতকে। দ্বিতীয় ম্যাচে টাই এবং তৃতীয় ম্যাচে হারের পর ভারতের সিরিজ জয় নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু চতুর্থ ম্যাচে রোহিত শর্মার ‘হিট-শো’-র ওপর ভর করে দুর্দান্ত কামব্যাক করেছে টিম ইন্ডিয়া। এবার ঈশ্বরের আপন দেশে সিরিজ জয় নিশ্চিত করার লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া।
সাম্প্রতিক ভয়াল বন্যার পর কেরলে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হচ্ছে। ভারতের জন্য আজ বেশ কয়েকটি রেকর্ড গড়ার সুযোগ থাকছে। আজ টস জিতলে গোটা সিরিজের সব ম্যাচে টস জেতার বিরল নজির গড়বেন বিরাট কোহলি। চলতি সিরিজে প্রথম চারটে ম্যাচেই টস জিতেছেন ভারত অধিনায়ক। অন্যদিকে, একদিনের ক্রিকেটে ভারতের হয়ে ১০ হাজার রানের মাইলস্টোনটি আজই ছুঁয়ে ফেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি। প্রয়োজন মাত্র এক রান। এখন একদিনের ক্রিকেটে ধোনির রান ১০ হাজার ১৭৩। কিন্তু তাঁর মধ্যে আফ্রিকা একাদশের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচে ১৭৪ রানের ইনিংস রয়েছে। সেই ইনিংসটি বাদ দিলে এই মুহূর্তে ধোনির সংগ্রহ ৯ হাজার ৯৯৯ রান। ১ রান করতে পারলে ধোনি হবেন বিশ্বের ত্রয়োদশ ব্যাটসম্যান যিনি দশ হাজারের গণ্ডি পেরিয়েছেন। অন্যদিকে, উইন্ডিজদের ভরসা তাদের ব্যাটসম্যানরা। গত ম্যাচ বাদ দিলে প্রথম তিন ম্যাচে বিধ্বংসী ফর্মে ছিলেন শিমরন হেটমেয়ার, শাই হোপ-রা। এদিনও তাঁদের ব্যাট থেকে বড়ো রানের ইনিংস দেখতে চাইছে ক্যারিবিয়ান বাহিনী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AElUCm
November 01, 2018 at 12:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন