মুম্বাই, ০৪ নভেম্বর- প্রিয়াংকার বিয়ে তো আমি কী করব। আমি কী একের পর এক বিয়ে করে যাব? প্রিয়াংকা চোপড়ার বিয়ে প্রসঙ্গে এমনই মন্তব্যই করলেন শাহরুখ খান। জিরো-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রিয়াংকা চোপড়ার বিয়ে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কিং খান কিছুটা বিরক্তি ও কিছুটা রসিকতা মিশিয়ে বলেন, এটি ভালো যে সবাই বিয়ে করছে। কিন্তু এতে আমার কী করণীয়? বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা। ওরা বিয়ে করছে এটি ওদের কাছে খুব আনন্দের। এর পর সন্তান হবে। তাতেও বা আমি কী করব? আমার যা করার ছিল, তা আমি করে ফেলেছি। আমি কী একের পর এক বিয়ে করে যাব? বলেন বলিউড বাদশাহ। তবে দীপিকার বিয়ে নিয়ে যথেষ্ট উত্তেজিত শাহরুখ খান। বড় দাদার মতো দীপিকাকে অভিনন্দন জানিয়ে বলেন, ওর প্রতি আমার ভালোবাসা রইল। ভগবান ওদের সুখ ও সমৃদ্ধি দিক। আরএস/ ০৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2F1TF4R
November 04, 2018 at 11:25PM
04 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top