নিউ ইয়র্ক, ৮ নভেম্বর ঃ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাদানুবাদে জড়ানোয় হোয়াইট হাউস প্রেস অ্যাক্রিডেশন পাস কেড়ে নেওয়া হল এক সাংবাদিকের। যার জেরে ফের একবার প্রকাশ্যে এল ট্রাম্পের সঙ্গে মার্কিন সংবাদমাধ্যমের তিক্ত সম্পর্ক। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের ওই সাংবাদিক বৈঠকে ট্রাম্পের সাম্প্রতিক অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন করেন সিএনএন-এর চিফ হোয়াইট হাউস করেসপনডেন্ট জিম অ্যাকোস্টা। আর তারপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। জিম দ্বিতীয় প্রশ্ন করতে যেতেই তাঁকে থামিয়ে দেন ট্রাম্প। কিন্ত জিম মাইক্রোফোন ছাড়তে চাননি। হোয়াইট হাউসের এক মহিলা কর্মী মাইক্রোফোন কেড়ে নিতে গেলে তাঁকে সরিয়ে দেন জিম। তারপরই ট্রাম্পের সঙ্গে জিমের বাদানুবাদ শুরু হয়। অন্য এক সাংবাদিক জিমের হয়ে কথা বলায়, তাঁকেও ভর্ত্সনা করেন ট্রাম্প। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা সন্ডার্স বিবৃতি জারি করে জানিয়ে দেন, জিম অ্যাকোস্টার হোয়াইট হাউসে প্রবেশের প্রেস পাস বাতিল করে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, জিম ওই মহিলা কর্মীর গায়ে হাত দিয়েছেন, যা কখনই কাম্য নয়। যদিও জিমের পাশে দাঁড়িয়েছে সিএনএন। এমনকি সারা সন্ডার্স মিথ্যা কথা বলছেন বলেও জানিয়েছে সিএনএন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OvkaiN
November 08, 2018 at 12:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন