ঢাকা, ১৫ নভেম্বর- তিন সংস্করণ মিলে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তিনজনকেই সম্মাননা জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তামিম, মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুরে উপস্থিত ছিলেন না সাকিব। বিসিবির পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে তিন ক্রিকেটারকেই দেয়া হয়েছে একটি বিশেষ ব্লেজার ও ক্রেস্ট। সেখানে লেখা ছিল 10k Club Members, যেটি সোনায় খচিত। তিন ক্রিকেটারের মধ্যে সবার আগে দশ হাজার রানের কীর্তি গড়েন তামিম। ২০১৭ সালের মার্চে। এ বাঁহাতি ওপেনার ছাড়িয়েছেন ১১ হাজারও। তামিমের পর দশ হাজার স্পর্শ করেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে গেল ওয়ানডে সিরিজে তাদের পাশে নাম লেখান মুশফিক। ক্রেস্ট তুলে দেয়ার সময় নাজমুল হাসান পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়, সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। এমএ/ ০৯:৪৪/ ১৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FjFAzU
November 16, 2018 at 03:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top