নয়াদিল্লি, ৪ অক্টোবরঃ ‘আমার মতো অবিবাহিত ব্যক্তিদের বিশেষ সম্মান দেওয়া উচিত। কারও যদি দুটির বেশি সন্তান হয় তাহলে তাঁর ভোটাধিকার থাকা উচিত নয়।’ পতঞ্জলি যোগপীঠের এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন বাবা রামদেব। তাঁর মতে, প্রাচীনকালে বেদে একজনের দশটা পর্যন্ত সন্তান অনুমোদন করা হত, কিন্তু দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে এখন তা মোটেই কাম্য নয়।
সাংসারিক জীবনযাপন করা সহজ নয় বলে মনে করেন যোগগুরু। তাঁর মতে, অনেকেই শুধুমাত্র সন্তানের কথা ভেবে সংসারে থেকে যান। এ বছরের গোড়ায় একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার পরিবার নেই। আমি একটি ব্র্যান্ড তৈরি করেছি। এরকম আরও হাজার খানেক ব্র্যান্ড তৈরি করতে চাই যাতে ২০৫০ সালের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হয়ে ওঠে।’ তাঁর কথায়, ‘সন্তানাদি থাকলে তারা পতঞ্জলির মালিকানা দাবি করত। আমি তাদের বলতাম, পতঞ্জলি তোমাদের বাবার নয়, দেশের সম্পত্তি।’
প্রসঙ্গত, রামদেবের পতঞ্জলি সংস্থা প্রায় ৫৬০০০ খুচরো ব্যবসায়ীর নেটওয়ার্ক তৈরি করেছে। একটা সময় বিজেপির সমর্থক ছিলেন রামদেব। কিন্তু এখন নিজেকে রাজনীতি থেকে সরিয়ে এনেছেন। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি সব দলের সঙ্গেই আছি আবার কারও সঙ্গেই নেই।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zpdo8C
November 04, 2018 at 10:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন