বারাসত, ২০ নভেম্বরঃ প্রায় তিন কোটি টাকার সাপের বিষ বাজেয়াপ্ত করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিওরো ও সিআইডি। ঘটনায় গ্রেফতার হয়েছে তিন পাচারকারী। সোমবার রাতে বারাসতের ময়না থেকে সাপের বিষ সহ তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা সূত্রে খবর, ওই সাপের বিষ বাংলাদেশ থেকে পাচার করে এরাজ্যে নিয়ে আসা হয়েছিল। নদিয়া থেকে সড়কপথে কলকাতায় নিয়ে যাওয়ার সময় ওই তিন পাচারকারী বেশি মুনাফার আশায় বারাসতের ময়নায় নামে। গোপন সূত্রে সেই খবর পেয়ে যায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিওরো ও সিআইডি-র বারাসত শাখার অফিসাররা। এরপর ক্রেতা সেজে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিওরো ও সিআইডি-র গোয়েন্দারা ওই তিন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলেন। ধৃতদের জেরা করে জানা যায়, কলকাতায় এক পাচারকারীর হাতে ওই বিপুল টাকার সাপের বিষ তুলে দেওয়ার কথা ছিল তাদের।
সিআইডি-র গোয়েন্দারা জানিয়েছেন, এই পাচারচক্রের সঙ্গে অন্য কারোর যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ছবিটি প্রতীকী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OU77rl
November 20, 2018 at 11:14AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন