অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

শ্রীহরিকোটা, ১৪ নভেম্বরঃ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে মহাকাশে পাড়ি দিল ৩ হাজার ৪২৩ কেজি ওজনের স্যাটেলাইট জিস্যাট-২৯। বুধবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুরুতে আশঙ্কা ছিল গাজা সাইক্লোনের জেরে উৎক্ষেপণে সমস্যা হতে পারে। কিন্তু তা থেকে সম্পূর্ণভাবে স্যাটেলাইটটিকে বাঁচিয়ে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

ইসরোর চেয়ারম্যান কে সিবান বলেন, ‘এই অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট উত্তর-পূর্ব ভারত এবং জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পরিসেবার সুযোগ করে দেবে। এটি ভারতের তৈরি ৩৩ তম কমিউনিকেশন স্যাটেলাইট।’

এই সফল উৎক্ষেপণের পর ইসরোর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Dk319Q

November 14, 2018 at 09:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top