কাবুল, ২৬ নভেম্বরঃ পুলিশ কনভয়ে তালিবানি হামলার ঘটনায় শহিদ হলেন ২২ জন পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ফারাহ প্রদেশে।
জানা গিয়েছে, জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের অনুষ্ঠানে যাচ্ছিল কনভয়টি। সেই সময় লাশ ওয়া জুয়াইনে কনভয় পৌঁছনোর পরই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে তালিবান মুখপাত্র কারি ইউসুফ আহমদি দাবি করেছে, নতুন পুলিস সুপার মহম্মদ ইকবাল, ইউনিট কমান্ডার শাহবাজ বাটোর সহ ২২ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে এই ঘটনায়।
অপরদিকে, সোমবারও কাবুলের পশ্চিমাঞ্চল ঘোর প্রদেশের শিয়া নেতা আলিপুরের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছে তাঁর সমর্থকরা। এই ঘটনায় অগ্নিগর্ভ পশ্চিম কাবুলের একাংশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BxvY0v
November 26, 2018 at 05:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন