সিলেটের ঐতিহাসিক অভিষেক টেস্ট ম্যাচটি স্মরণীয় করতে পারেনি বাংলাদেশ দল। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষে ১৫১ রানে পরাজিত বাংলাদেশ। ঘরের মাঠে লজ্জাজনকভাবে হেরে গেলেও এই টেস্টে কিছু প্রাপ্তি হয়েছে বাংলাদেশের। নজর কেড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। অভিষেক টেস্ট খেলতে নেমে আলো ছড়িয়েছেন আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু। বল হাতে উজ্জ্বল তাইজুল সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের সময়ে টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিতি লাভ করেন মুমিনুল হক সৌরভ ও তাইজুল ইসলাম। নিজের সেরা ফরমেটে সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না মুমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটসম্যানরা হতাশ করলেও নজর কেড়েছেন তাইজুল ইসলাম। এই বাঁ-হাতি স্পিনার প্রতিপক্ষের ২০ উইকেটের মধ্যে একাই শিকার করেছেন ১১ উইকেট। সিলেট টেস্টে তা্নিই সেরা বোলার। এছাড়া ৬ উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তাইজুলের সঙ্গে তাল মিলিয়ে মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপুরা শিকার করেছেন ৮ উইকেট। সিলেটে নিজের অভিষেক টেস্টে দুই ইনিংস মিলে ৪ উইকেট নেন নাগিনি ড্যান্সে বিখ্যাত হওয়া অপু। তবে সিলেটে দুই ইনিংসে ১১ উইকেট শিকারের মধ্য দিয়ে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যান তাইজুল। ৩৬ টেস্টে মাশরাফির শিকার করেন ৭৮ উইকেট। তার চেয়ে ১৬ টেস্ট কম খেলে ৮০ উইকেট শিকার করেন তাইজুল। ব্যাট হাতে আরিফুল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঐতিহাসিক অভিষেক টেস্টের মধ্য দিয়ে অভিষেক হয় আরিফুল হকের। দেশের ৮৯তম ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান তিনি। তার অভিষেক টেস্টে ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে ব্যতিক্রম ছিলেন আরিফুল। দুই ইনিংস মিলে দেশের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন তিনি। সিলেট টেস্টে ১০৮ রান করে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে জিম্বাবুয়ের শেন উইলিয়ামস। ১০০ রান করে দুইয়ে মাসাকাদজা। তিনে আরিফুল। এমএ/ ১০:২২/ ০৬ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AP9xUi
November 07, 2018 at 04:12AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন