ঢাকা, ০২ নভেম্বর- সময়ের আলোচিত শিল্পী এখন আরমান আলিফ। দেশের বেশিরভাগ প্রযোজনা প্রতিষ্ঠান তার মিউজিক ভিডিও প্রকাশের বিষয়ে বেশ আগ্রহী। তারই ধারাবাহিকতায় এই তরুণ শিল্পীকে ঘিরে এবার ঘটলো নতুন কিছু। রসগোল্লা নামের একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের অভিষেক ঘটলো আরমান আলিফের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়ে। ১ নভেম্বর ডিজিটাল সল্যুশানের উদ্যোগে তৈরি ভিডিও শেয়ারিং সাইট রসগোল্লার ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো আরমান আলিফের নতুন গান আমার আমার লাগে। গানটির কথা ও সুর তৈরি করেছেন ওমর ফারুক বিশাল। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। রোমান্টিক ঘরানার এই গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। এতে আরমান আলিফ ছাড়াও মডেল হয়েছেন শান, শৌমি, আনোয়ার, শামীম, পূর্ণিমা প্রমুখ। আরমান আলিফের গান দিয়ে রসগোল্লার অভিষেক প্রসঙ্গে ডিজিটাল সল্যুশানের কর্ণধার আমিনুল ইসলাম শামির বলেন, আরমান আলিফ এখন বেশ জনপ্রিয়। তাই তার গান দিয়েই রসগোল্লার শুরুটা করি। ভালো সাড়া পাচ্ছি গানটি প্রকাশের পর। আমাদের পরিকল্পনা রয়েছে প্রতি সপ্তাহে একটি করে নতুন মিউজিক ভিডিও উপহার দেওয়া। এদিকে আরমান আলিফ বলেন, এটা তো আমার জন্য আনন্দের সংবাদ। আমার গান দিয়েই একটি প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। রসগোল্লার জন্য অনেক শুভকামনা। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/ ০২ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2F0s8Rz
November 02, 2018 at 10:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন