নয়াদিল্লি, ১৪ নভেম্বরঃ আগামী ৫ বছরের জন্য ৮টি চরমপন্থী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, নিয়মিত বেআইনি এবং হিংসাত্মক কাজে জড়িত থাকার অপরাধেই এই সংগঠনগলিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নিষিদ্ধ সংগঠনগুলির তালিকায় রয়েছে পিপলস লিবারেশন আর্মি, রেভ্যুলিউশনারি পিপলস ফ্রন্ট, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, মণিপুর পিপলস আর্মি, পিপলস রেভ্যুলিউশনারি পার্টি অফ কাংলেইপাক, রেড আর্মি, কাংলেই ইয়াওল কানবা লুপ, দ্য কোঅর্ডিনেশন কমিটি এবং অ্যালায়েন্স ফর সোশ্যালিস্ট ইউনিটি কাংলেইপাক। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ৮টি সংগঠন ৭৫৬টি হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থেকেছে। ভবিষ্যতে এই সংগঠনগুলি ক্যাডার দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা ছড়াবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qM1gul
November 14, 2018 at 04:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন