দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

রায়গঞ্জ, ১৯ নভেম্বরঃ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন। সোমবার দুর্ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার বাঘরোলঘাট এলাকায়। আহতদের নাম তরুণ দাস, অনিতা দাস ও নন্দিতা দাস। তাঁদের বাড়ি বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়াদীঘি এলাকায়।

জানা গিয়েছে, মাধ্যমিকের টেস্ট দিতে নন্দিতা তার বাবা-মায়ের সঙ্গে বাইকে করে স্কুলে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসা অপর একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন তিনজন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। সেখানে আহত তিনজনের চিকিত্সা চলছে। দুর্ঘটনাটি খতিয়ে দেখে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2A3Rpo1

November 19, 2018 at 08:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top