মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ এড়াল ইন্ডিগোর দুই বিমান

নয়াদিল্লি, ১ নভেম্বরঃ মাঝ আকাশে রক্ষা পেল দুটি ইন্ডিগো বিমান। আর ৪৭ সেকেন্ড দেরি হলেই মৃত্যু হতে পারত শতাধিক মানুষের। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দাবি, ঢাকা এটিসি-র ভুলে দুটি বারতীয় বিমান মাঝ আকাশে মুখোমুখি চলে আসে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিগোর একটি বিমান গুয়াহাটী থেকে কলকাতায় আসছিল। সেই সময় চেন্নাই থেকে ইন্ডিগোরই আরেকটি বিমান যাচ্ছিল গুয়াহাটির দিকে। গুয়াহাটির পথে বেশ কিছুটা এলাকা ঢাকার আকাশ সীমার মধ্যে পড়ে। সেই সময় কলকাতা এয়াক ট্রাফিক কনট্রোল থেকে ঢাকা এটিসি-কে সতর্ক করা হয় বিমান হ্যান্ডেলিংয়ের জন্য। এক্ষেত্রেও তেমনটাই হয়েছিল বলে দাবি কলকাতা এটিসি-র।
হঠাৎই কলকাতায় বসে থাকা কর্তব্যরত কন্ট্রোলার মনিটরে লক্ষ করেন আকাশে দুটি বিমান একই উচ্চতায় একে অপরের দিকে দ্রুত গতিতে ছুটে আসছে। যদিও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমানগুলিকে নিয়ন্ত্রণের দায়িত্ব তখন বাংলাদেশের ছিল। কিন্তু ঢাকা এটিসি-র ভুল বুঝতে পেরে সংশ্লিষ্ট কনট্রোলার সময় নষ্ট না করে মাত্র ৭ সেকেন্ডের মধ্যে চেন্নাই থেকে গুয়াহাটির দিকে যাওয়া বিমানটিকে ডান দিকে ঘুরে যাওয়ার নির্দেশ দিয়ে বড়-সড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দেয় শতাধিক যাত্রীকে।
 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P5Gyo2

November 01, 2018 at 10:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top