তিন মাসের জেল রাজপাল যাদবের

নয়াদিল্লি, ৩০ নভেম্বরঃ পাঁচ কোটি টাকার ঋণ শোধ করতে না পারায় অভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশের পরই তাঁকে হেপাজতে নেয় দিল্লি পুলিশ।

চলতি বছরের প্রথমেই ঋণের টাকা শোধ না করার দোষী সাব্যস্ত হয়েছিলেন রাজপাল। ছ’মাসের জেলও হয় তাঁর। তবে সেই সময় জামিনে ছাড়া পেয়েছিলেন। কিন্তু এরপরও পাঁচ কোটি টাকার ঋণ শোধ করতে পারেননি রাজপাল। তাই এদিন দেওয়ানি আইনে তাঁকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত, ২০১০ সালে আতা পতা লাপতা নামে একটি ফিল্মের নির্দেশনার কাজ শুরু করেন রাজপাল। তখন মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু পরে তা শোধ করেননি রাজপাল ও তাঁর স্ত্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KN2IGk

November 30, 2018 at 08:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top