মুম্বাই, ০২ নভেম্বর- যৌন হেনস্থার অভিযোগের মুখে হাউজফুল ফোর ছবি থেকে সরে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর। ছবিটিতে তার জায়গার কাজ করবেন বাহুবলী খ্যাত তারকা রানা ডাগ্গুবাতি। আজ টুইটারে তথ্যটি জানিয়েছেন ৩৩ বছর বয়সী এ অভিনেতা। ছবির শুটিংয়ে অংশ নিতে মুম্বাই যাচ্ছেন তিনি। নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত। অভিযোগ স্বীকার না করলেও নানা ছবিটি থেকে সরে দাঁড়ান। ছবিটির পরিচালক সাজিদ খানের বিরুদ্ধেও উঠেছিল যৌন হেনস্তার অভিযোগ। তাই সাজিদও ছবিটি পরিচালনা করছেন না। নতুন করে পরিচালকের আসনে বসেছেন ফারহাদ সামঝি। মুম্বাইয়ে হাউজফুল ফোর ছবিটির শুটিং চলছে। এতে অংশ নিয়েছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ববি দেওল, কৃতি শ্যানন, কৃতি খরবান্দা ও পূজা হেগড়ে। আরএস/ ০২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zlRCCO
November 03, 2018 at 12:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top