বিশ বছর আগে ক্যারিয়ার শুরু করেছিলেন দিদিয়ের দ্রগবা। অবশেষে, বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। আইভোরি কোস্ট ও চেলসি কিংবদন্তি বৃহস্পতিবার ফুটবলকে বিদায় জানিয়েছেন। এক টুইট বার্তায় পেশাদার ক্যারিয়ার থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করেন দ্রগবা। বলেন, দীর্ঘ ২০ বছর পর বিদায় বলার সময় এসেছে। যাদের চলার পথে সঙ্গী হিসেবে পেয়েছি- কোচ, সতীর্থ, দল ও ভক্ত, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দুবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের খেতাব পাওয়া দ্রগবা ক্যারিয়ারের সোনালি সময় কাটিয়েছেন চেলসিতে। ইংলিশ জায়ান্টদের হয়ে সমান চারটি প্রিমিয়ার লিগ ও এফএ কাপ, তিনটি লিগ কাপ আর দুটি কমিউনিটি শিল্ড ট্রফি জিতেছেন। ২০১২ সালে নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে ব্লুজরা। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দ্রগবার। চেলসির হয়ে মোট ৩৮১ ম্যাচ খেলে ১৬৪ গোল করেছেন দ্রগবা। আইভোরি কোস্টের জার্সিতে ১০৪ ম্যাচে রেকর্ড ৬৫ গোল আছে তার। ৪০ বছর বয়সী এই ফুটবলার ক্যারিয়ারের শেষ ১৮ মাস খেলেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ফিনিংস রাইজিংয়ে। সূত্র: ঢাকাটাইমস এমএ/ ১১:২২/ ২২ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zmgiLY
November 23, 2018 at 05:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন