সবরীমালায় মহিলা সাংবাদিক নয়, সম্পাদকদের চিঠি বিক্ষোভকারীদের

তিরুবনন্তপুরম, ৪ নভেম্বরঃ সোমবার সবরীমালা মন্দিরের দ্বার খুলছে। মন্দির জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যেই মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশে বাধাদানকারী ভক্তকুলের একাংশ রবিবার নয়া নজির গড়ল। মন্দির খোলার আগেই চিঠি পাঠানো হল সংবাদমাধ্যমের সম্পাদকদের। খবর সংগ্রহের জন্য মহিলা প্রতিবেদকদের যাতে মন্দিরে পাঠানো না-হয়, তার জন্য ‘অনুরোধ’ করা হয়েছে সম্পাদকদের।

বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের ‘অনুরোধ’ জানিয়ে এই চিঠিটি পাঠিয়েছে ‘সবরীমালা কর্ম সমিতি’। এই চিঠিতে বলা হয়েছে, ১০-৫০ বছর বয়সসীমার মহিলা প্রতিবেদকরা শবরীমালায় খবর সংগ্রহ করতে গেলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সমিতির তরফে আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা সর্বাত্মক প্রতিরোধে নেমেছেন।
সুপ্রিম কোর্টের সাম্প্রতিককালে ওই মন্দিরে সব বয়সের মহিলার প্রবেশাধিকার সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। আর এরপরই ক্রমশ উত্তাল হয়ে উঠেছে কেরল।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2F20zXV

November 04, 2018 at 06:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top