নড়াইলের এক হাজার দরিদ্র কৃষকদের বীজ দিয়ে সাহায্য করবেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ও মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের এক চুক্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মাশরাফির হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। দেশের ক্রিকেটের পাশাপাশি অসহায় মানুষরাও সমান তালে পাশে পাচ্ছেন প্রিয় অধিনায়ককে। নিজের ফাউন্ডেশন নড়াইল এক্সপ্রেসের মাধ্যমে নড়াইলের বিভিন্ন উন্নায়ন মূলক কাজ করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ১ হাজার কৃষককে বিনামূল্যে বীজ দিবেন অধিনায়ক। আন্তর্জাতিক ধান গবেষণা ইনিস্টিটিউটের সঙ্গে সমঝোতার সময় মাশরাফি বলেন, কৃষকরা দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই দায়বদ্ধতা থেকে তাদের সহযোগিতায় করা উচিত। সবাইকে তো দিতে পারবো না। তবে আমরা বেছে নিয়েছি যারা একেবারে গরীব কেনার সামর্থ্য নেই তাদের দেয়া হবে। শুধু নড়াইলের নয় বরং দেশের সব জেলায় কাউকে না কাউকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন মাশরাফি। এই প্রসঙ্গে তিনি বলেন, কৃষকেরা যেভাবে দিন রাত ঝড় বৃষ্টিতে মাঠে কাজ করে যাচ্ছে। তাদেরকে সহযোগিতা করতে যাচ্ছি যাতে অন্য জেলার যারা ধনী আছেন তাদের মধ্যেও সাহায্য করার এই উৎসাহটা তৈরি। তথ্যসূত্র: ঢাকাটাইমস আরএস/ ০৯ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2z1zA9A
November 10, 2018 at 12:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন