আবুধাবি, ০৭ নভেম্বর- আবারও প্রশ্ন উঠলো মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে। তবে এবার আর আম্পায়াররা নন, পাকিস্তানি অফস্পিনারের অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন নিউজিল্যান্ডের বাটসম্যান রস টেলর। আবুধাবিতে পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে চলছে। যে ওয়ানডেতে ৬ ওভার বল করে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি হাফিজ। তবে তিনি বোলিংয়ে আসার পর প্রথম ওভারেই আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন টেলর। হাত নাড়িয়ে সবার সামনেই ইঙ্গিত করেন, চাকিং করছেন পাকিস্তানি স্পিনার। এমন ঘটনার প্রতিবাদ করতে ভুল করেননি পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। আম্পায়ারের সঙ্গে তাকে অনেকটা সময় কথা বলতে দেখা যায়। পরে টেলরের সঙ্গেও তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মাঠের মধ্যেই এমন ঘটনা আরেকবার ঘটেছিল ২০০৯ সালে। যখন পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে সরাসরি আম্পায়ারের কাছে অভিযোগ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান শেন ওয়াটসন। হাফিজের জন্য এটা নিশ্চয়ই সুখকর কোনো বিষয় নয়। পাকিস্তানি এই স্পিনার অবৈধ অ্যাকশনের জন্য এর আগে চারবার আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছেন। গত চার বছরের মধ্যেই তার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে তিনবার। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৮:১৪/০৭ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QzGnOc
November 08, 2018 at 05:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন