নয়াদিল্লি, ৭ অক্টোবরঃ ডাক্তারি শিক্ষার পাশাপাশি কথাবার্তা ও আচরণও যেন যথাযথ হয় চিকিৎসকদের। সেই উদ্দেশ্যেই এবার থেকে দেশের সব মেডিক্যাল কলেজের পড়ুয়াদের চিকিৎসাবিদ্যার পাশাপাশি দেওয়া হবে আচার-ব্যবহার আর কথাবর্তা বলার পাঠও। কেন্দ্রীয় নীতি-নির্ধারকদের আশা, এতেই উন্নত হবে চিকিৎসক-রোগী সম্পর্ক।
জানা গিয়েছে, আগামী বছর থেকে এমবিবিএস পাঠ্যক্রমের যে নতুন সিলেবাস চালু হচ্ছে, তাতেই রাখা হয়েছে এই সংস্থান। আন্তর্জাতিক কারিক্যুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে দু’দশকেরও বেশি সময় পর এবার পরিমার্জন করা হচ্ছে স্নাতক স্তরের এমবিবিএস-এর সিলেবাস। স্বাস্থ্য-শিক্ষা বিষয়ক দেশের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এমসিআইয়ের পরিচালন পর্ষদের সদস্য নিখিল ট্যান্ডন বলেন, ‘জনসংযোগের পাঠটিও এক জন চিকিৎসকের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ। তাই এথিক্স তো বটেই, পড়ুয়াদের আগে অ্যাটিটিউড আর কমিউনিকেশন নিয়ে প্রথাগত শিক্ষাটা দেওয়া জরুরি।২০১৯-এর অগস্ট থেকে যাঁরা এমবিবিএসে ভর্তি হবেন, তাঁরা এই পাঠ্যসূচি মেনেই ডাক্তারি পড়বেন।’
প্রসঙ্গত, সাম্প্রতিক কালে চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে ঘটা অশান্তির কারণ হিসেবে চিকিৎসকদের আচরণকেই অধিকাংশ ক্ষেত্রে দায়ি করা হয়। তাই এই পরিমার্জিত সিলেবাস চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সকলেই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qAgiU5
November 07, 2018 at 04:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন