পাটনা, ২৬ নভেম্বরঃ বিহারের নালন্দা জেলার রাজগিরে ঘোরা কাটরা হ্রদের মধ্যে বিরাট বুদ্ধমূর্তির আবরণ উন্মোচন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই বুদ্ধমূর্তির উচ্চতা ৭০ ফুট। দেশের দ্বিতীয় উচ্চতম বুদ্ধমূর্তি এটি। মূর্তিটি বিশাল একটি পিঙ্ক স্যান্ড স্টোনের বেদীর ওপরে অবস্থিত। তার আয়তন ৪৫ হাজার কিউবিক ফুট। পরিধি ১৬ মিটার।
সোমবার নীতীশ কুমার বলেন, ‘ঘোরা কাটরা হ্রদ এক ঐতিহাসিক স্থান। এটি প্রাকৃতিক জলাশয়। চারপাশে পাঁচটি পাহাড় আছে। আগে প্রতিটি পাহাড়ে বুদ্ধমূর্তি ছিল। এখনও অনেকে এই হ্রদের তীরে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।’
ঘোরা কাটরা লেক ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আছে বিহার সরকারের। নীতীশ কুমার বলেন, ‘হ্রদের পাশে একটি সুন্দর উদ্যান গড়ে তোলা হবে। জায়গাটি ইকো ট্যুরিজমের পক্ষে আদর্শ স্থান হয়ে উঠবে। এখানে কোনও পেট্রোল বা ডিজেল চালিত যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে না। এখানে বিদ্যুৎচালিত গাড়ি, সাইকেল এবং টাঙ্গায় চড়ে ঘোরা যাবে।’
এদিন নীতীশ রাজগির মহোৎসবেরও উদ্বোধন করে তিনি জানান, ঘোরা কাটরা লেক কেবল বৌদ্ধধর্মের নয়, অন্যান্য ধর্মের মানুষের কাছেও পুণ্য তীর্থ। খুব শীঘ্রই গুরুদ্বার নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zpdWfG
November 26, 2018 at 04:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন