নয়াদিল্লি, ২৭ নভেম্বরঃ বিহারের শিশু আবাসে যৌন হেনস্তার ঘটনায় প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের না করায় সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়েল নিতীশ প্রশাসন। মুজফফপুরের একটি শিশু আবাসে বেশ কয়েকটি ধর্ষণের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার শুনানি চলছে আদালতে। সেই শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, এ ধরনের মামলাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারছে না বিহার সরকার। পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা করেছে বিহার সরকার। কিন্তু ৩৭৭ ধারা প্রয়োগ করেনি। আদালত জানিয়েছে এটা ঠিক হয়নি।
আদালতের পর্যবেক্ষণ, ৩৭৭ ধারায় মামলা দায়ের না হওয়ায় তদন্ত প্রক্রিয়া ব্যহত হতে পারে। এরপরই আদালত বলে, শিশু যৌন হেনস্তার শিকার হচ্ছে আর আপনারা বলছেন সোমবার এফআইআর দায়ের হবে? মামলা দায়ের করে শিশুদের সুবিধা করে দিচ্ছেন নাকি! শিশুরা কি দেশের নাগরিক নয়?
শুধু তোপ দাগা নয়, এর ব্যাখ্যাও চেয়েছে শীর্ষ আদালত। কেন এ ধরনের মামলায় ৩৭৭ ধারা প্রয়োগ করা হয়নি তা সুপ্রিম কোর্টকে জানাবেন বিহারের মুখ্যসচিব।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PWHiMt
November 27, 2018 at 02:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন