দাম কমল পোট্রোলের

নয়াদিল্লি, ১ নভেম্বরঃ গত কয়েক মাস ধরে পোট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছিল। যদিও ডিজেলের দাম একই রয়ে গিয়েছে। এদিন মুম্বইয়ে পেট্রোল বিক্রি হয়েছে লিটার প্রতি ৮৪.৮৬ টাকায়। বুধবার বাণিজ্যনগরীতে পেট্রোলের দাম ছিল ৮৫.০৪ টাকা। তবে ডিজেলের দামে কোনো গত দু’দিনে কোনো হেরফের হয়নি। মুম্বইয়ে লিটার প্রতি ৭৭.৩২ টাকায় ডিজেল বিক্রি হয়েছে। এদিন দিল্লি, কলকাতা এবং চেন্নাইয়ে পেট্রোল বিক্রি হয়েছে লিটার প্রতি যথাক্রমে ৭৯.৩৭, ৮১.২৫ এবং ৮২.৪৬ টাকায়। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল পিছু ৭৬ ডলার ছিল। পেট্রোলের দামে কিছুটা স্বস্তি ফিরলেও ডিজেলের দাম না কমায় ক্রেতাদের মধ্যে চাপ রয়েই গিয়েছে।

অপরদিকে, বুধবার থেকেই রান্নার গ্যাসের দাম আরও একপ্রস্থ বেড়েছে। বুধবার মাঝরাত থেকে সিলিন্ডার প্রতি দাম ২.৯৪ টাকা বেড়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EWSnbv

November 01, 2018 at 07:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top