আগ্রাকে ‘অগ্রবন’ করার দাবি বিজেপি বিধায়কের

আগ্রা, ১০ নভেম্বরঃ নাম পরিবর্তনের তালিকায় সাম্প্রতিক সংযোজন আগ্রা। উত্তর আগ্রার বিজেপি বিধায়ক জগন প্রসাদ গর্গ দাবি করেন, আগ্রা নামের কোনো মানে হয় না। এই নাম পরিবর্তন করে অবিলম্বে করা উচিত অগ্রবন। এই মর্মে মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। তাঁর যুক্তি, একসময়ে এখানে প্রচুন বন ছিল এবং মহারাজ অগ্রসেনের অনুগত আগরওয়ালদের বাস ছিল এখানে। তাই শহরের নাম আগ্রা নয় অগ্রবন হওয়া উচিত। এখানেই থেমে নেই তিনি। তিনি মহাভারতের উদাহরণ টেনে এনে বলেন, মহাকাব্যেও এই জায়গাকে অগ্রবন বলেই চিহ্নিত করা হয়েছিল। পরে তা আকবরাবাদ হয়, এবং সেখান থেকেই আগ্রা নামটি আসে। জগন প্রসাদ গর্গ জানিয়েছেন তিনি যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JTpUSu

November 10, 2018 at 03:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top