ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসছেন বিদেশি দুলহা?

মুম্বই, ৩০ নভেম্বরঃ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পিগি চপস। আর তাঁকে জোনাস পরিবারের বৌ করে নিয়ে যেতে নাকি ঘোড়ায় চড়ে রাজকীয়ভাবে পৌঁছোবেন নিক। তবে প্রশ্নটা হল ‘নিক ঘোড়ায় চড়ে আসতে পারবেন তো?’। একটি সাক্ষাত্কারে এই প্রশ্ন খোদ নিকের উদ্দেশ্যে করেছেন দেশি গার্ল। জবাবে নিক বলেন, ‘হ্যাঁ, তিনি আর অপেক্ষা করতে পারছেন না।’

ইতিমধ্যেই রাজস্থানের যোধপুরে নিক-প্রিয়াঙ্কা জুটির বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিয়ের অনুষ্ঠানের শুরু থেকে শেষ সবটাই নাকি রাজকীয়ভাবেই হবে বলে জানা যাচ্ছে। বিয়েতে বলিউডের পাশাপাশি আমন্ত্রিত রয়েছেন হলিউডের তাবড়  ব্যক্তিত্ব।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2reXo5j

November 30, 2018 at 10:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top