কুয়েত সিটি, ০২ নভেম্বর- কুয়েতের জেলিব আল সুয়েখ বাঙালি-অধ্যুষিত হাসাবিয়া শাহজালাল বাকালার গোডাউনে অগ্নিদগ্ধ চার বাংলাদেশির মধ্যে আনছার আলী নামে বাংলাদেশি মারা গেছেন। নিহতের দেশের বাড়ি চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর বন্দর থানা ইছাইন্নার হাটে। সোমবার অগ্নিকাণ্ডে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। মঙ্গলবার দুপুরে কুয়েতের সাবা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসা শেষে অপর ৩ বাংলাদেশি বাসায় ফিরে জানা যায়। তারা হলেন চট্টগ্রামের মিরসরাইয়ের ধুম ইউনিয়নের সুজাউল হক, জসিম উদ্দিন, নোয়াখালী শেনবাগের ইমাম হোসেন। নিহত আনছার আলীর ছোট ভাই জালাল বলেন, একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত আনছার আলী। আমার মাথার ওপর ছাতা হিসেবে ছিলেন ১৩ বছর আমার প্রবাসজীবনে আমাকে এতটুকুও কষ্ট করতে দেয়নি। তিনি বলেন, কৃতজ্ঞতা জানাই মীরসরাই সমিতিকে অগ্নিদগ্ধ অসহায় প্রবাসীদের বিপদে পাশে থেকে সহযোগিতা করার জন্য। আইনি প্রক্রিয়া শেষে লাশ আগামী সপ্তাহে নিয়ে যাওয়া হবে বলে জালাল জানান। আর/০৮:১৪/০২ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Dkf3Rt
November 02, 2018 at 04:15PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন