হরিয়ানা, ২৭ নভেম্বরঃ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ১২৩১২ ডাউন কালকা-হাওড়া এক্সপ্রেস। ভোর সাড়ে তিনটে নাগাদ হরিয়ানার কুরুক্ষেত্রের কাছে ধীরপুর এবং ধোড়াখেরি স্টেশনের মাঝে কাছে আগুন ধরে ইঞ্জিনের ঠিক পরের অসংরক্ষিত কামরাটিতে আগুন ধরে যায়। বুঝতে পেরেই ট্রেন থামিয়ে দেন চালক। খবর পেয়ে তত্ক্ষণাত্ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। ওই জায়গায় ট্রেন চলাচল থামিয়ে দেওয়া হয়। পুড়ে যায় গোটা কামরাটি।
রেলসূত্রে খবর, হতাহতের কোনও খবর নেই। তবে দু’জন যাত্রীর অল্প শ্বাসকষ্ট হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই কামরাটি আলাদা করে কালকা-হাওড়া এক্সপ্রেস ফের রওনা করিয়ে দেওয়া হয়েছে। ওই শাখাতেও ট্রেন পরিসেবা এখন স্বাভাবিক।
Haryana: Fire had broken out in the front coach of Kalka Howrah Express between Dhirpur to Dhoda Khedi Railway Station, near Kurukshetra earlier this morning. No casualties reported. 2 passengers, facing breathing difficulties, shifted to a hospital. Train movement is normal.
— ANI (@ANI) November 27, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TP4ZVf
November 27, 2018 at 12:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন