তফসিল ঘোষনা করায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা । বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ সাটু হল মোড়ে গিয়ে পথ সভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান,  চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, মিনহাজ হক রনি, ইউসুফ আলী, তসিকুল ইসলাম পলাশ, আব্দুল আলিমসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক নেতা-কর্মী।
উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নবেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নবেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নবেম্বর। জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ২৩ ডিসেম্বর।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১১-১৮



from Chapainawabganjnews https://ift.tt/2F8JKuA

November 08, 2018 at 09:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top