কলকাতা, ৩ নভেম্বরঃ শুক্রবার নবান্নের কাছে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা যুবকের মৃত্যু হল। শনিবার সকালে এমএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া ছেড়ে দেন তিনি। শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল তাঁর। মৃতের নাম বাপন অধিকারী। বাড়ি হাওড়া সালকিয়ার ত্রিপুরা রায় লেনে।
গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ নবান্নের ভিআইপি গেট থেকে কিছুটা দূরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। নবান্নের বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীরা ছুটে গিয়ে তাঁর গায়ের আগুন নিভিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কাজ করলেও বেশ কয়েকমাস আগে তা ছেড়ে বাড়ি চলে আসেন তিনি। তারপর থেকে চাকরি খুঁজছিলেন। কিন্তু কোনভাবেই চাকরি পাচ্ছিলেন না। মানসিকভাবে ভেঙে পড়েই এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করছে তাঁর পরিবার। বাপনের স্ত্রী ও দেড় বছরের একটি ছেলে রয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qhh8QX
November 03, 2018 at 02:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন